এম এস এক্সেলঃ
এম এস এক্সেল হিসাব রক্ষার কাজে ব্যবহৃত একটি জনবহুল প্রোগ্রাম। কম্পিউটারে সকল হিসাব নিকাশ করার জন্য এ প্রোগ্রামের কোন তুলনা নেই। এর গ্রাফ ভিত্তিক ইন্টারফেস সহজ হবার কারণে সকলে এক্সেল প্রোগ্রাম ব্যবহার করে থাকেন।
এটি মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি একটি বিশেষ স্প্রেডশীট প্রোগ্রাম। স্প্রেড শব্দের অর্থ হচ্ছে ছড়ানো এবং শীট অর্থ পাতা। মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে বিভিন্ন গাণিতিক, জটিল ও পরিসংখ্যান ভিত্তিক কাজ করা যায়।
Excel নিয়ে আমাদের বিস্তারিত টিউটোরিয়াল গুলো দেখতে পারেন @ এক্সেল বাংলা টিউটোরিয়াল