কোন একটি ওয়েব সাইটে ভিজিট করলে, সেটিতে বেশ কিছু মেনু সেট করা থাকে এবং সেই মেনুগুলোতে ক্লিক করলে বিভিন্ন পেজে যাওয়া যায় । মূলত সেই পেজগুলোকে ওয়েব পেজ বলে । একসাথে একাধিক ওয়েব পেজ মিলে একটি ওয়েব সাইট গঠিত হয় । ওয়েব পেজ বা ওয়েব সাইট তৈরি করার সময় বিভিন্ন প্রাগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করা হয় ।
যেমন,
Statics ওবেব পেজ এর ক্ষেত্রেঃ
এইচটিএমএল (HTML)
সিএসএস (css3)
বুটস্ট্র্যাপ (Bootstrap)
জাভাস্ক্রিপ্ট (JavaScript )
জেকুয়েরী (jQuery)
ডাইনামাইক ওয়েব পেজ তৈরির ক্ষেত্রে
পিএইচপি (PHP) কিংবা ASP (এএসপি) প্রোগ্রামিং ল্যাগুয়েজ ব্যবহার করতে পারেন ।
উপরুক্ত ল্যাগুয়েজ দিয়ে আপনি খুব সহজে ওয়েব পেজ কিংবা ওয়েব সাইট তৈরি করতে পারেন ।
আপনি একেবারেই নতুন হলে শুরু করতে পারেন HTML শেখা দিয়ে । HTML Text Tutorial Link : https://kivabe.com/topic/web-development/html5/ , ধাপে ধাপে ভিডিও তে ও শেখানো হয়েছে এইচটিএমএল । HTML Video Link :
আর আপনি যদি একটু এডভান্স হন, তাহলে শুরু করতে পারেন ওয়েব ডিজাইন এর লাইভ প্রজেক্ট । লাইল প্রজেক্ট এ আমরা দেখিয়েছি কি করে আপনি একটি স্টেটিং ওয়েব সাইট ডিজাইন করতে পারেন । লাইভ প্রজেক্ট টিউটোরিয়াল লিংক :