আমি আমার কম্পিউটার এর কনফিগারেশন জানবো বা জানতে চাই । কিন্তু কিভাবে জেনে নিবো আমার কম্পিউটার এর কনফিগারেশন ।
একটি কম্পিউটারের বেশ কয়েক ভাবে কম্পিউটার এর কনফিফারেশন সম্পর্কে জানা যায় । আপনার কম্পিউটার এর রাম, রম বা উইন্ডোস কত ব্যবহার করা হয়েছে। এই বিষয়গুলো আপনার কম্পিউটার থেকে চেক করবেন কিন্তু কিভাবে? কম্পিউটার এর বেসিক কনফিগারেশন জানতে আপনি আপনার উইন্ডোজ থেকে Start মেনুতে ক্লিক করে সার্চ অপশনে যান, সেখানে System Information লিখুন । ঠিক নিচের ছবির মতো ।
আমার ক্ষেত্রে উইন্ডোজ ১০ ব্যবহার করে দেখিয়েছি,
এবার উপরের ছবির লাল দাগ করা System Information লেখাতে ক্লিক করলে আপনার কম্পিউটার যাবতীয় তথ্য কনফিগারেশন বের হবে ।
আরেক ভাবে আপনার কম্পিউটারের কনফিগারেশন বের করতে পারেন, ডেক্সটপ থেকে This PC উপর মাউস পয়েন্টার নিয়ে গিয়ে মাউস থেকে রাইট বাটেন ক্লিক করুন । ক্লিক করার পর Properties লেখা অপশনে ক্লিক করুন । আপনার কম্পিউটার এর কনফিগারেশন দেখা যাবে । উইন্ডোজ ১০ এর ক্ষেত্রে This PC থাকে আপনার ক্ষেত্রে অন্যও হতে পারে ।