কম্পিউটার মনিটর কি?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারকম্পিউটার মনিটর কি?
মেঘ asked 6 years ago

কম্পিউটার মনিটর কি এবং কাকে বলে  


2 Answers
Imran Hossain answered 6 years ago

মনিটর কম্পিউটারের প্রধান আউটপুট ডিভাইস হিসাবে বেশ পরিচিত এবং বেশি ব্যবহার হয় । মনিটরের মাধ্যেমে সেই সিস্টেমের চলমান প্রক্রিয়া সরাসরি প্রর্দশিত হয়ে থাকে ।  সাধারণত মনিটর বলতে বুঝি টেলিভিশনের মতো বড় আকৃতির যন্ত্রকে, কিন্তু প্রযুক্তিতে মনিটরের ধারণা অ্যারও ব্যাপক অর্থে ব্যবহার হয়। মনিটরের ব্যবহার শুধু কম্পিউটারে সিমা বদ্ধ না, মনিটের ব্যবহার মোবাইল ফোনে ডিসপ্লে থেকে শুরু করে মাহাকাশ প্রযুক্তিতে মনিটরের ব্যবহার হচ্ছে । আগের সময় যে মনিটরগুলো তৈরি হয় সেগুলো বিশাল আকৃতির এবং সেগুলোতে প্রচুর পরিমানে বিদ্যুৎ ব্যয় হতো ।


Kazi Aminul Islam answered 3 years ago

মনিটর হচ্ছে একধরনের আউট পুট দিবার স্থান, যেখানে আপনার মোবাইল, পিসি, ল্যাপটপ, টিভি ইত্যাদি এর কাজের ফলাফল দেখায়।  মনিটর অনেক ধরনের হয় তা আপনি আপনার ব্যবহারের উপর নির্ভর করে । 


Your Answer

5 + 12 =

error: Content is protected !!