আমার গ্রামীন সিমে কথা বলা অবস্থায় কেউ সিমে কল
দিলে অন্য সিমে ওয়েটিং দেখায় আর আমার
সিমে কেউ কল দিলে তার ব্যাস্ত দেখায় কেন। আমি কথা না বললে কারো সাথে তখন কেউ কল দিলে স্বাভাবিক ভাবেই কল আসে। কিন্তু আমি যদি কারো সাথে ফোনে কথা বলতেছি অন্যকেউ যদি সে অবস্থায় কল দেয় তার ফোনে ওয়েটিং এর বদলে ব্যাস্ত শোনায়।
ভাই, অন্যদের ফোন এ কল ওয়েটিং টা চালু আছে , আপনার টা তে ও চালু করে নিতে হবে । এটা আসলে সিম সার্ভিস, আপনি চাইলে GP Care এ কল করে কাজ টি করে নিতে পারেন । কিংবা কিছুটা অপেক্ষা করুন , আমি একটি টিউটোরিয়াল লিখে দিচ্ছি । আপনার ফোন এন্ডয়েড নাকি বাটন ফোন, জানলে ভালো হতো । ধন্যবাদ সাথে থাকার জন্য ।
ফোন এ কল ওয়েটিং সার্ভিস চালু বা বন্ধ করা যেকোন অপারেটর এর জন্য একটি পোস্ট লিখে দিলাম , দেখে নিন https://wp.me/p9WUig-4Kg