কার্তেসীয় সমতল কি

প্রশ্ন উত্তরCategory: গণিতকার্তেসীয় সমতল কি
Rayhan asked 4 years ago


1 Answers
Abu Alam answered 4 years ago

কার্তেসীয় সমতল (Cartesian plan):  তল বলতে আমরা বুঝি কোনো।বস্তুর উপরিভাগ বা পৃষ্ঠকে। কোনো তলে অবস্থিত যেকোনো দুটি বিন্দুর সংযোগ সরলরেখা যদি ঐতলে থাকে তাহলে ঐ তলকে সমতল বলে। কোনো সমতলের উপর লম্ব ভাবে অবস্থিত  পরস্পরচ্ছেদী  দুইটি সরলরেখাকে আয়ত অক্ষ(Rectangular axes) এবং  তাদের ছেদবিন্দু কে মূলবিন্দু বলে। উক্ত রেখাদ্বয়ের অানুভূমিক রেখাকে x অক্ষ এবং উলম্ব রেখাকে y  অক্ষ বলে এবং ঐ সমতল কে কার্তেসীয় সমতল বলে। নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের  দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কার্তেসীয় সমতলে বিবেচনা করা হয়।বিজ্ঞানী রেনে দেকার্তের এর নাম অনুসারে কার্তেসীয় সমতল নামকরণ করা হয়েছে।


Your Answer

15 + 13 =

error: Content is protected !!