মাইক্রোসফট এক্সেলে ছবি সেট করার জন্য প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম ওপেন করুন। আমি আমার ক্ষেত্রে মাইক্রোসফট এক্সল ২০১৩ তে কিভাবে ছবি সেট করার যায়। তাই দেখাবো।

pictures
উপরের ছবিটিতে দেখুন।উপরের ছবিটির লাল মার্ক করা INSERT থেকে Pictures এ ক্লিক করে আপনি এক্সেলে ছবি সেট করে নিতে পারেন।