কিভাবে ব্লগে ভিসিটর বাড়াবো?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারকিভাবে ব্লগে ভিসিটর বাড়াবো?
sojib asked 4 years ago

আমি নতুন একটা ব্লগ খুলছি । কিভাবে আমি আমার ব্লগে ভিসিটর বাড়াবো।
আমার ব্লগ দিয়ে কী আমি ইনকাম করতে পারবো। কেউ জানালে খুব উপকার হতো।


1 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

একটি সাইট এর ভিজিটর একদিনেই বেড়ে যাবেনা । ধিরে ধিরে বাড়বে যদি আপনি ধর্য্য ধরে কাজ করতে থাকেন ।  ইউনিক কন্টেন এবং যে বিষয় গুলো মানুষ সার্চ করে সে বিষয় গুলো নিয়ে কাজ করতে থাকুন ।  আর সোস্যাল মিডিয়া ও আছেই, সেখান থেকেও ভিজিটর জেনারেট করতে পারেন ।


আর ব্লগ থেকেও ইনকাম করা যায় যদি ভালো ভিজিটর থাকে । তাই সরাসরি অন্যের লেখা কপি পেস্ট না করে নিজের যা জানা আছে সেগুলোই নিজের মতো করে লিখুন আপনার সাইটে । হতে পারে সেটা কোন টিউটোরিয়াল কিংবা রম্য রচনা । তবে হে, আপত্তিকর  কোন কিছু নিয়ে কাজ করবেন না । সেটা নৈতিক ভাবেও খারাপ আবার ইনকাম করাটাও সহজ নয় সেসব সাইট থেকে  ।

Your Answer

0 + 7 =

error: Content is protected !!