কুইন কনসর্টঃ
যুক্তরাজ্যে রানী কে হবে, তা উত্তরাধিকার সূত্রে ঠিক হয়। অর্থাৎ তিনিই রানী হবেন, যিনি উত্তরাধিকার সূত্রে পূর্বসূরির কাছে থেকে এ খেতাব পাবেন। একজন রাজার মতোই তার মর্যাদা, দায়িত্ব এবং কর্মকান্ডগুলো হবে। অপরদিকে রাজাকে যে বিয়ে করবে তাকেই কুইন কনসর্ট বলা হয়, যেটা ক্যামিলাকে বলা হচ্ছে। তিনি কোন সময়ের জন্যই রাজসিংহাসনের আসন গ্রহণ করতে পারবেন না।
এর কারণ হলো, তৃতীয় চার্লসকে বিয়ের করে তিনি রাজপরিবারের সদস্য হয়ে যান। কুইন কনসর্ট সরকারের কোন আনুষ্ঠানিক পদে থাকে না। কুইন কনসর্ট মুল দায়িত্ব হচ্ছে রাজার পাশে থাকা এবং বিভিন্ন বিষয় সম্পর্কে তাকে সমর্থন জানানো।