যেসব বিষয়ের উপর র্যাগিং ও বুলিং নীতিমালা ২০২৩ জারি করা হয় সেগুলো নিম্নরুপঃ
- মৌখিকঃ কাউকে উদ্দেশ্য করে মানহানিকর/অপমানজনক এমন কিছু বলা বা লেখা, যা খারাপ কোনো কিছুর প্রতি ইঙ্গিত বহন করে। যেমন: উপহাস করা, খারাপ নামে সম্বোধন করা, গালিগালাজ করা, শিস দেয়া।
- শারীরিকঃ কাউকে কোনো কিছু দিয়ে আঘাত করা, চড়-থাপ্পড়, শরীরে পানি বা রং ঢেলে দেওয়া, লাথি মারা, ধাক্কা মারা, খোঁচা দেওয়া, থুতু ছোড়া, মুখ বা হাত দিয়ে অশালীন বা অসৌজন্যমূলক অঙ্গভঙ্গি করা।
- সামাজিকঃ কারো সম্পর্কে গুজব ছড়ানো, প্রকাশ্যে কাউকে অপমান করা, ধর্ম, বর্ণ, গোত্র, জাতি, পেশা, গায়ের রং, অঞ্চল বা জাত তুলে কোনো কথা বলা।
- সাইবারঃ কারো সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটু কিছু লিখে বা ছবি দিয়ে অশালীন ব্যাঙ্গাত্মক কিছু পোস্ট করে তাকে অপমান করা।
- Sexual: ইচ্ছাকৃতভাবে শরীরের বিভিন্ন স্থানে আপত্তিজনক স্পর্শ করা বা করার চেষ্টা করা, ইঙ্গিতবাহী চিহ্ন প্রদর্শন করা, আঁচড় দেওয়া, জামাকাপড় খুলে নেওয়া বা খুলতে বাধ্য করা।
পরিশেষে উপরের বর্ণনা করা হয়নি এমন কর্ম, আচরণ কার্যাদি বা অসম্মানজনক এবং শারীরিক, মানসিক যাতনার কারণ হয় তবুও সেগুলি র্যাগিং ও বুলিং হিসেবে গণ্য হবে।