ক্যামেরা আবিস্কার
ক্যামেরা আবিস্কারের আগে বন্ধ অন্ধকার ঘরের কোন একটি ফোট দিয়ে বাহিরে দেখার ব্যবস্থা করা হয় । এরই নাম ক্যামেরা অবস্কিউরা (Camera ) । বিখ্যাত চিত্রকর ও ভাস্কর লিওনার্দো দা ভিন্সি ১৪৯৮ সালে পৃথিবীর প্রাচীন তম ফোটোগ্রাগার হিসাবে আরবীয় পন্ডিত ইবন আল হেথামের উল্লেখ করেছেন । ১০৩৮ খ্রীস্টাব্দের এই আরব পন্ডিত একটি অন্ধকার ঘরের দেওয়ালের ছোট্ট ফুটো দিয়ে বিপরীত দিকে সূর্যগ্রহণের ছবি প্রক্ষেপণ করেন । এই উপর ভিত্তি করে ক্যামেরা (Pin Hole Camera) তৈরি হয়েছে ।