পরমমান(Absolute value):
কোনো বাস্তব সংখ্যার পরম মান হলো বাস্তব সংখ্যার সংখ্যারেখায় ০ (মুলবিন্দু) থেকে এর দুরত্ব। এক্ষেত্রে শুধুমাত্র সাংখ্যিক মানকে ধরা হয়।অর্থাৎ +১৫ এর পরম মান ১৫ আবার -১৫ এর পরম মানও ১৫।
যেকোন বাস্তব সংখ্যা p এর পরম মানকে | p| দ্বারা চিহ্নিত করা হয় এবং নিম্নোক্ত ভাবে সংজ্ঞায়িত করা হয়-
|p|= p. যখন p≥0
= -p. যখন p<0
এখানে p= 15 হলে, |p|=p=15
এবং P=-15 হলে,
|p|=-p=-(-15)=15
এখান থেকে এটা স্পষ্ট যে পরমমান কখনো ঋনাত্নক হয় না।