চতুর্ভুজের প্রকার গুলো কি কি?

প্রশ্ন উত্তরCategory: গণিতচতুর্ভুজের প্রকার গুলো কি কি?
Sohel asked 4 years ago

চতুর্ভুজের প্রকারভেদ গুলো কি কি?


Rectangle

Rectangle

2 Answers
Abu Alam answered 4 years ago

শুরুতেই জেনে নেয়া যাক চতুর্ভুজ কাকে বলে ?


চতুর্ভুজঃ কোনো সমতলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ জ্যামিতিক চিত্রকে চতুর্ভুজ বলে।

চতুর্ভুজের বৈশিষ্ট্যঃ

চতুর্ভুজের বৈশিষ্ট্য গুলো হচ্ছে

  1. চারটি বাহু,
  2. চারটি কোণ ,
  3. দুইটি কর্ণ
  4. এবং চারটি কোনের সমষ্টি ৩৬০ ডিগ্রি

চতুর্ভুজের কর্ণঃ কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলোর শীর্ষ বিন্দুর সংযোজক সরল রেখাকে কর্ণ বলে।

চতুর্ভুজের প্রকার ভেদ

আয়ত: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, প্রতিটি কোণ সমকোণ, কর্ণগুলো সমান তাকে আয়ত বলে।

বর্গ: যে চতুর্ভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ এক সমকোণ বা ৯০ ডিগ্রি এবং প্রত্যকেটি বাহু সমান এবং কর্ণগুলোও সমান তাকে বর্গ বলে।

সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান (সমকোণ নয়) এবং কর্ণ গুলো অসমান তাকে সামান্তরিক বলে।

রম্বসঃ রম্বস এক ধরনের সামান্তরিক যার সবগুলি বাহু সমান কিন্তু কোণ গুলো সমকোণ নয়।

ট্রাপিজিয়ামঃ যে চতুর্ভুজ এর দুইটি বাহু সমান্তরাল কিন্তু অসমান।

ঘুড়িঃ যে চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুড়ি বলে।

Ripon answered 4 years ago

ধন্যবাদ চতুর্ভুজ এর প্রকার গুল সুন্দর ভাবে তুলে ধরার জন্য।


Your Answer

17 + 15 =

error: Content is protected !!