চাঁদ এর ও কলক্ক আছে এর সম্পর্কে বিস্তারতি জানতে চাই । অর্থাৎ চাঁদের কলক্ক সঠিক বুঝে উঠতে পারলাম না ।
চাঁদে কলঙ্ক
আমরা অনেকেই চাঁদের দিকে লক্ষ করে বলে থাকি, চাঁদের মধ্যে বসে বুড়ি মা সুতা বুনছে বা আবার কেউ কেউ বলে থাকি ওইটা বট গাছ । চাঁদকে দেখে যাই মনে করুন না কেন, ওই গুলো চাঁদের গায়ে কালো কালো দাগ আর কিছু না । সূর্যের মতো চাঁদেও কলঙ্ক আছে । সূর্যের কলঙ্ক বিষয়ে সঠিক বিষয়ে জানতে পারিনি । চাঁদের গায়ে কালো দাগ গুলোকে চাঁদের কলঙ্ক বলা হয়ে থাকে ।