ছায়াপথঃ
গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বলা হয়। এদেরকে অন্ধকার আকাশে উজ্জ্বল দীপ্তি দীর্ঘপথের মতো দেখা যায়। একটি ছায়াপথ কোটি কোটি নক্ষত্রের সমন্বয়ে গঠিত। শীতকালের রাতের বেলা পরিষ্কার আকাশে লক্ষ্য করলে দেখা যায়, উত্তর দক্ষিণে অনেক বড় পরিসরে তেজোদীপ্ত স্বচ্ছ আলোর দীর্ঘ রেখা দেখা যায়। তারকাবিশিষ্ট এ আলোর পথই হচ্ছে ছায়াপথ। বিজ্ঞানীরা এটিকে বিরাট চক্রাকার মন্ডল মনে করেন । সৌরজগৎ এ ধরনের একটি ছায়াপথের অন্তর্গত।