জৈবপ্রযুক্তি কি? মানব কল্যাণে এর প্রয়োগ কিভাবে সংঘটিত হয়?

প্রশ্ন উত্তরCategory: জীব বিজ্ঞানজৈবপ্রযুক্তি কি? মানব কল্যাণে এর প্রয়োগ কিভাবে সংঘটিত হয়?
Ziaur asked 4 years ago


1 Answers
Ziaur answered 4 years ago

জীবপ্রযুক্তি  বা জৈবপ্রযুক্তি কি?

জীবপ্রযুক্তি হলো এমন একটি পদ্ধতি বা কৌশল যা যার মাধ্যমে কোন জীব বা জীবজ উপাদান ব্যবহারের মাধ্যমে মানুষের জন্য কল্যাণকর ও ব্যবহারযোগ্য প্রয়োজনীয় মালামাল তৈরি করা হয়। এটি মূলত জীববিদ্যাভিত্তিক প্রযুক্তি, বিশেষ করে যখন প্রযুক্তি কৃষি, খাদ্য বিজ্ঞান, এবং ঔষধশিল্পে ব্যবহৃত হয়।


৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জৈবপ্রযুক্তির প্রয়োগ দেখা যায়। এগুলো হচ্ছে

ক) স্বাস্থ্য
খ) কৃষি
গ) শিল্পে শস্য ও অন্যান্য পণ্যের (যেমন: জৈবিক উপায়ে পচনশীল প্লাস্টিক, উদ্ভিজ্জ তেল, জৈব জ্বালানি) ব্যবহার
ঘ) পরিবেশ

ফসলের ফলন বৃদ্ধি, কাঙ্খিত জাত উদ্ভাবন, পোকামাকড় রোগবালাই প্রতিরোধী জাত উদ্ভাবন, লবনাক্ততা সহ্য ক্ষমতার জাত, বন্যা-খরা-শৈত্য প্রবাহ সহ্য ক্ষমতা জাত উদ্ভাবন, বড় আকৃতির ফলফুল, সবজি-মাছ-পশু পাখি উৎপাদন, অল্প সময়ে লাখ লাখ চারা উৎপাদন, চাহিদামত জাত উদ্ভাবনসহ কৃষির বিভিন্ন ক্ষেত্রে বায়োটেকনোলজির ভূমিকা অপরিসীম।

মানব কল্যাণে যে সকল পদ্ধতি ব্যবহৃত হয় তা নিম্নরুপ –

ক) গ্রিন বায়োটেকনোলজি বা সবুজ জৈবপ্রযুক্তি
খ) ব্রাউন বা বাদামি জৈবপ্রযুক্তি
গ) ইয়োলো বায়োটেকনোলজি বা হলুদ জৈবপ্রযুক্তি
ঘ) রেড বায়োটেকনোলজি বা লাল জৈবপ্রযুক্তি
ঙ) ডার্ক বা অন্ধকার জৈবপ্রযুক্তি

Your Answer

1 + 8 =

error: Content is protected !!