বাংলা ভাষায় বেশ কিছু যুক্ত বর্ণ আছে, তার মধ্যের ঞ্জ একটি। নিচে ঞ্জ লেখার নিয়ম দেয়া হল।
ঞ্জ লেখার নিয়ম
ঞ্জ বর্ণ টি তৈরি হয় ঞ ও জ বর্ণের সমন্বয়ে। Avro কিংবা যে কোন ফনেটিক কিবোর্ড এ nj লিখলে পেয়ে যাবেন ঞ্জ।
আর বিজয় কিবোর্ড এ Shift I g u লিখলে পেয়ে যাবেন ঞ্জ।