টাইটানের পরিচিতি কি?

প্রশ্ন উত্তরCategory: ক্যারিয়ারটাইটানের পরিচিতি কি?
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

টাইটান ডুবোযানটি কার্বন ফাইবার এবং টাইটানিয়াম দিয়ে তৈরি। প্রায় ২২ ফুট দীর্ঘ এ যানের ওজন ২৩,০০০ পাউন্ড। এটি পানির ৪,০০০ মিটার গভীরে নামতে সক্ষম এবং ঘণ্টায় প্রায় সাড়ে তিন মাইল গতিতে চলতে পারে। টাইটানে অত্যাধুনিক আলো এবং সোলার ন্যাভিগেশন সিস্টেম রয়েছে।। পানির চাপের প্রভাব বিশ্লেষণের জন্য রয়েছে বিশেষ সেন্সর। এ ডুবোযানে ১ জন চালকসহ মোট ৫ জন একসঙ্গে ভ্রমণ করতে পারে। ২০১৮ সালে টাইটানের সমুদ্রে ট্রায়াল দেওয়া শুরু হয়। ২০২১ সালে এটি প্রথম যাত্রা করে। সাগরের সবচেয়ে গভীরে যেতে সক্ষম মার্কিন সাবমেরিন ইউএএস ডলফিনের চেয়েও বেশি গভীরতায় যেতে সক্ষম টাইটান।


Your Answer

2 + 18 =

error: Content is protected !!