টেলিকনফারেন্সিং কাকে বলে?

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিটেলিকনফারেন্সিং কাকে বলে?
sagor asked 7 years ago


1 Answers
Ahosan Habib Staff answered 7 years ago

টেলিকনফারেন্সিং কি
টেলিফোন সংযোগ ব্যবহার করে কম্পিউটার অডিও-মডেম-ভিডিও যন্ত্রের সাহায্যে দেশে বিদেশের বিভিন্ন সভায় অংশগ্রহন করার পদ্ধতি হচ্ছে, ভিডিও কনফারেন্সিং । টেলিযোগাযোগের মাধ্যেমে বিভিন্ন স্থানে হতে সভা অনুষ্ঠান করা কার্যবিবরনী জানা, মতামত, রিপোর্ট পেশ করা সিদ্ধান্ত নেয়া ইত্যাদি করা যেতে পারে। এ পদ্ধিতেকে টেলিকনফারেন্সিং বলা হয়। 
টেলিকনফারেন্সিং এর সাহায্যে একই স্থানে না এসে ভিন্ন ভিন্ন স্থানের একদল লোক সভায় মিলিত হতে পারে। কয়েকজনের একটি ছোট দল অথবা অনেক লোকের বড় দল এ সভায় মিলিত হতে পারেন। 
টেলিকনফারেন্সিং কম্পিউটারাইজড কনফারেন্স অথবা সিসি নামে পরিচিত। ১৯৯৫ সালে মরি টারফ এ পদ্ধতি উদ্ভাবন করেন। 


Your Answer

19 + 4 =

error: Content is protected !!