আমি ডাউনলোড সাইট থেকে কিভাবে টাকা আয় করতে পারি?কেউ আমার সাইট থেকে ডাউনলোড করলেই কি টাকা আয় হবে?কোথায় টাকা জমা হবে? এজন্য আমাকে কি করতে হবে?
ডাউনলোড সাইট থেকে আয় করতে চাইছেন আপনার নিজের ডাউনলোড সাইট থেকে নাকি অন্য কোন ডাউনলোড সাইট থেকে ?
ধরে নিলাম, আপনি অন্য ডাউনলোড সাইট থেকে আয় করতে চাইছেন, সেক্ষেত্রে আয় এর পরিমান টা খুবই কম হবে, বেশ কিছু । সাইট গুলো থেকে আপনার আপলোড করা ফাইলের উপর ১০০০ ডাউনলোড এর ফলে ১ থেকে ৭ বা ১০ ডলার পর্যন্ত আসে কোন দেশ থেকে ডাউনলোড হচ্ছে তার উপর নির্ভর করে ।
কয়েকটি সাইট এর লিংক
https://www.file-upload.com/
https://up-load.io/
https://www.up-4ever.com/
সাইট গুলোতে রেজিস্ট্রেশন করতে হবে, তার পর আপনি সেই সুবিধা পাবেন ।
এবার টাকা আয় হলে সেটা কিভাবে তুলবেন ? বেশিরভাগ সাইট গুলো পেপাল এর মাধ্যমে পে করে । আর দুঃখের বিষয় হচ্ছে PayPal বাংলাদেশে সাপোর্ট করেনা । আপনি ইন্ডিয়া থেকে হয়ে থাকলে পেপ্যাল ব্যবহার করতে পারবেন ।
এবার আসা যাক আপনার নিজের যদি ডাউনলোড সাইট থাকে, সেখান থেকে কিভাবে আয় করবেন । আসলে ডাউনলোড সাইট করতে গেলে খুব ভালো মানের সার্ভার লাগে কারন সেখানে ডাউনলোড হবার কারনে অনেক চাপ পড়ে ।
তো সেটা যদি রেডি করতে পারেন, তাহলে আপনি বিভিন্য বিজ্ঞাপন সাইটের বিজ্ঞাপন দিয়ে আয় করতে পারেন ।