আপনার কমপিউটার কে ডাটা সেন্টার বানাতে গেলে অনেক গুলো প্যারামিটার ঠিক করে নিতে হবে । যেমন ধরুন আপনার একটি Fixed IP address লাগবে । নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং ইন্টারনেট লাগবে । পাশাপাশি হাই স্পিড ইন্টার নেট লাগবে ।
এর পর আপনার মেশিনে লোকাল সার্ভার ইন্সটল দিতে হবে । দেখে নিতে পরেন কম্পিউটারে কিভাবে লোকাল হোস্ট বা সার্ভার সেটআপ দিবো? https://kivabe.com/?p=4644
লোকাল হোস্ট ইন্সটল দেবার পর আপনার পিসির Fixed IP address থাকলে সেটি দিয়েই সাধারনত এক্সেস পাবার কথা ।
আপনার যদি ডাইনামিক আইপি হয়, অর্থাৎ Fixed IP address না, বার বার বদল হয়, তাহলে নিচের ভিডিও টি দেখে নিতে পারেন । অনেক টা ক্লিয়ার ধারনা হবে ।