ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখার সহজ উপায়

প্রশ্ন উত্তরCategory: গণিতত্রিকোণমিতিক অনুপাত মনে রাখার সহজ উপায়

ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখার সহজ উপায় কি জানতে চাই


1 Answers
Abu Alam answered 4 years ago

ত্রিকোনমিতিক অনুপাত মনে রাখার সহজ উপায়ঃ

সাগরে লবণ অনেক

=>SIN= লম্ব ÷ অতিভুজ

কবরে ভূত অনেক,
=>COS= ভূমি ÷ অতিভুজ

ট্যারা লম্বা ভূত

=>TAN= লম্ব ÷ ভূমি।
ত্রিকোণমিতির যেকোন কোণের মান সহজেই একটি টেকনিক খাটিয়ে বের করতে পারবেন।
টেকনিক>
0,1,2,3,4 কে প্রথমে 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে রেজাল্ট হিসেবে আমরা পাব যথাক্রমে 0,1/4,1/2,3/4,1। তারপর এই মানগুলোর বর্গমূল নিতে হবে। বর্গমূল নিলে আমরা পাব যথাক্রমে 0,1/2, 1/√2,√3/2,1.আমরা যথাক্রমে sin0, sin30, sin45, sin60 এবং sin90 এর মান পেয়ে গেলাম।
এই মানগুলোকে উল্টে দিলেই cos অনুপাতের বিভিন্ন মান পাওয়া যাবে।অর্থাৎ cos0, cos30, cos45, cos60,ওcos90 এর মান হবে যথাক্রমে 1,√3/2,1/√2,1/2,0। 
sin ও cos এর মান পেয়ে গেলে অন্য যে কোন ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করা যাবে। sin অনুপাতের মানের বিপরীত মান নিলে cosec এর মান পাওয়া যাবে। যেমন- cosec0, cosec30, cosec45, cosec60, cosec90 এর মান হবে যথাক্রমে অসঙ্গায়িত, 2, √2, 2/√3, 1।
একইভাবে cos অনুপাতের মানগুলোর বিপরীত মান নিলে sec অনুপাতের মান পাওয়া যাবে।
আবার tan অনুপাতের মান পাওয়ার জন্য আমাদেরকে অনুরূপ sin এর মানকে cos এর মান দ্বারা ভাগ করতে হবে। cot অনুপাতের মান বের করার জন্য tan এর মানগুলোকে উল্টে দিলেই হবে!!!


Your Answer

10 + 1 =

error: Content is protected !!