ন্যানো প্রযুক্তি কাকে বলে এবং ন্যানো প্রযুক্তির জনক কে

প্রশ্ন উত্তরCategory: সাধারণন্যানো প্রযুক্তি কাকে বলে এবং ন্যানো প্রযুক্তির জনক কে
Emon asked 7 years ago


Kazi salman replied 6 years ago

Good

1 Answers
Imran Hossain answered 7 years ago

এক মিটারের ১০০ কোটি ভাগের এক ভাগ হলো এক ন্যানোমিটার। আর এ ন্যানোমিটারের সাথে যে সমস্ত টেকনোজি বা প্রযুক্তি সম্পর্কিত সেগুলোকেই ন্যানো টেকনোলজি বলা হয়ে থাকে। ন্যানো টেকনোলজি হলো বিজ্ঞান, প্রকৌশল এবং প্রযুক্তি যা পরিচালিত হয়। ন্যানো স্কেলে যেটি এক থেকে ১০০ মিটার হয়ে থাকে। আবার ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি সংক্ষেপে ন্যানোটেক বলা হয়। ন্যানো টেকনোলজি পদার্থকে আনবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রন করার বিদ্যা।
ন্যানো প্রযুক্তির জনক
আমেরিকান পদার্থবিদ রিচার্ড ফাইনম্যানকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয় । সর্বপ্রথম ১৯৫৯ সালের ২৯ ডিসেম্বর তার এক আলোচনায় ন্যানো টেকনোলজির ধারনা দেয়।


Your Answer

0 + 2 =

error: Content is protected !!