পাসপোর্ট সাইজ ছবির মাপ
পাসপোর্ট সাইজ ছবির মাপ এক এক দেশে এক এক রকমের হয়ে থাকে । তবে আমাদের জন্য পাসপোর্ট সাইজ ছবির মাপ সাধারনত হয়,
- ওয়াইড: ১.৫ ইঞ্চি
- হাইড : ১.৯ ইঞ্চি
- রেজুলেশন: ৩০০,
উপরের মাপের ছবি সাধারন কাজে ব্যবহার করা হলেও ভিসা আবেদনের জন্য যে পাসপোর্ট সাইজের ছবি লাগে তার মাপ টি আবার ২ ইঞ্চি x ২ ইঞ্চি ।
স্ট্যাম্প সাইজ ছবির মাপ = ওয়াইড ০.৮ ইঞ্চি , হাইড ১ ইঞ্চি এবং ছবির রেজুলেশন (৩০০)
পাসপোর্ট সাইজ ছবি বানোর নিয়ম জানতে এখানে ক্লিক করুন, পাসপোর্ট সাইজ ছবি বানানোর নিয়ম
এখন অনলাইনে পাসপোস্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন আমাদের ছোট্ট একটি ওয়েব অ্যাপ ব্যবহার করে এবং সেটি কম কিলোবাইটে নামিয়ে নিতে পারবেন খুব সহজেই । ভিজিট করুন
https://kivabe.com/photo/