মৌলিক সংখ্যা(Prime number):
১ এর চেয়ে বড় ধনাত্নক পূর্ণসংখ্যা এবং যার গুণনীয়ক শুধুমাত্র ১ এবং ঐ সংখ্যাটিই তাকে মৌলিক সংখ্যা বলে।
মৌলিক সংখ্যা বের করার পদ্ধতিঃ
(১-১০) এর মধ্যে চারটি মোলিক সংখ্যা হলো ২, ৩, ৫, ৭। এদের সমষ্টি(২+৩+৫+৭=১৭) অর্থাৎ ১৭, ২, ৩, ৫ এবং ৭ এর মধ্যে যেকোনো একটি সংখ্যা দ্বারা যেকোনো সংখ্যাকে ভাগ করলে যদি পূর্ণ সংখ্যা পাওয়া না যায়, তবে সেই সংখ্যাটি মৌলিক সংখ্যা।
যেমনঃ৪৭, ৫৭, ৭৩, ৯৭ এই সংখ্যা গুলো ২,৩,৫,৭ এবং ১৭ এর কোনোটি দ্বারা নিঃশ্যেষে বিভাজ্য নয়। সেহেতু এই সংখ্যা গুলো মৌলিক সংখ্যা।