ফরাসি এবং ফারসি কি একই ভাষা?
না ফরাসি এবং ফারসি একই ভাষা নয়, দুটি আলাদা দেশের ভাষা ।
ফারসি ভাষা হলো ইরান দেশের ভাষা, অনেকেই মনে করেন ইরানের ভাষা বোদহয় আরবী, কিন্তু না, ইরানি দের ভাষা হচ্ছে ফারসি।
অন্য দিকে ফরাসি ভাষা হচ্ছে ফ্রান্স দেশের । এটিকে ফ্রেন্স ভাষাও বলে যার বাংলা হচ্ছে ফরাসি ।