ফ্যাক্টোরিয়াল(Factorial):
এক ধরনের ওপারেটর। এর প্রতীক( !)। এর নিজস্ব কোনো মান নেই। এর সাহায্যে একটি রাশিকে অন্য রাশিতে রূপান্তর করা হয়।
কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মান বলতে ঐসংখ্যা হতে হতে মানের নিম্নক্রমিকভাবে 1 পর্যন্ত সংখ্যার গুণফল।
যেমনঃ
6!= 6×5×4×3×2×1=720
5!=5×4×3×2×1=120
4!=4×3×2×1=24