বাংলাদেশের বন্যপ্রাণীদের অভয়ারণ্য সর্ম্পকে জানতে চাই

প্রশ্ন উত্তরCategory: জীব বিজ্ঞানবাংলাদেশের বন্যপ্রাণীদের অভয়ারণ্য সর্ম্পকে জানতে চাই
Ziaur asked 4 years ago


1 Answers
Ziaur answered 4 years ago

অভয়ারণ্য শব্দটির অর্থ হলো যে জঙ্গলে প্রাণীদের নির্ভয় বিচরণ নিশ্চিত করা হয় তাকে অভয়ারণ্য বলা হয়। অভয়ারণ্য (ইংরেজি: Animal sanctuary) হলো এমন বনাঞ্চল, যেখানে বন্যপ্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং তাদের প্রজনন ও আবাস নিরাপদ রাখতে শিকারিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।
অভয়ারণ্য ঘোষণা করার মাধ্যমে নিশ্চিত করা হয়:
১. ঐ এলাকার বন্যপ্রাণী যেন ধ্বংস না হয়।
২. পশুপাখিদের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কাজ থেকে যেন এই বনাঞ্চল মুক্ত থাকে। পাশাপাশি, বাইরে থেকে শিকারিরা যাতে এই নিরাপত্তা বলয়ে প্রবেশ না করতে পারে। 
বাংলাদেশে মোট ২৪টি অভয়ারণ্য রয়েছে। অভয়ারণ্য শুধু স্থলভাগের বনাঞ্চলই হয়ে থাকে তা নয়। জলভাগের অংশও অভয়ারণ্য হিসেবে প্রতিষ্ঠিত আছে। বাংলাদেশের কয়েকটি অভয়ারণ্য হলো:
১) রেমা কালেঙ্গা বন্যপ্রানী অভয়ারণ্য, হবিগঞ্জ,
২) চর কুকরি মুকরি বন্যপ্রানী  অভয়ারণ্য, ভোলা
৩) সুন্দরবন ইষ্ট বন্যপ্রানী  অভয়ারণ্য, বাগেরহাট
৪) সুন্দরবন সাউথ বন্যপ্রানী  অভয়ারণ্য, খুলনা
৫) চুনতি বন্যপ্রানী অভয়ারণ্য, চট্টগ্রাম
৬) টেকনাফ বন্যপ্রানী অভয়ারণ্য, কক্সবাজার
ইত্যাদি উল্লেখযোগ্য বাংলাদেশের অভয়ারণ্য । 


Your Answer

11 + 5 =

error: Content is protected !!