বায়ু দূষণের কারণসমূহ উল্লেখ কর।

প্রশ্ন উত্তরCategory: সাধারণবায়ু দূষণের কারণসমূহ উল্লেখ কর।
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

বায়ু দূষণের কারণঃ

মানুষের সৃষ্ট কর্মকান্ডেই বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ। নিম্নে বায়ু দূষণের কারণসমূহ উল্লেখ করা হলোঃ


  1. বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, ধুলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে। এই দূষণই প্রাকৃতিক ও জীববৈচিত্র্যের অনেক ক্ষতি সাধন করে।
  2. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়। কলকারখানা ও যানবাহন থেকে এ সকল গ্যাস বায়ুতে এসে বায়ুকে দূষিত করে।
  3. গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোয়া থেকেও বায়ু দূষিত হয়।
  4. যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা এবং মলমূত্র ত্যাগের কারণে বায়ুতে দুর্গন্ধ ছড়িয়ে বায়ুকে দূষিত করে।

Your Answer

1 + 9 =

error: Content is protected !!