বাংলা লেখার যে বিজয় কিবোর্ড আছে সেই বিজয় বায়ান্ন নির্দেশিকা চাই । মানে আমি যেনো বিজয় বায়ান্ন নির্দেশিকা দেখে দেখে বিজয় এ বাংলা লেখতে পারি ভালোভাবে ।
বিজয় বায়ান্ন নির্দেশিকা
বিজয় বায়ান্ন নির্দেশিকা বিজয় এর সফটওয়ার এর যে ফোল্ডার ( যেখান থেকে ইন্সটল দেয়া হয় ) সেখানে থাকার কথা । আর আমাদের কাছে বিজয় এর নির্দেশিকা বালতে যা আছে তা হলো বিজয় কিবোর্ড এ কিভাবে লিখতে হয় এবং বাংলা বিভিন্য বর্ন গুলো লেখার পদ্ধতি । বিজয় এ যুক্ত বর্ণ লেখার পদ্ধতি ও আমাদের ওয়েব সাইট এ আছে । নিচে সেগুলোর লিংক দেয়া হলো । আশা করি আপনাদের কাজে আসবে সেই বিজয় নির্দেশিকা গুলো ।