বিশদ আয় বিবরণী উদ্দেশ্যঃ
- ব্যবসায়ের নিট লাভ কিংবা ক্ষতির পরিমাণ জানা যায় বিশদ আয় বিবরণী তৈরির মাধ্যমে। লাভের অতিরিক্ত যাতে মালিক দাবি করতে না পারে সে কারণে বিশদ আয় বিবরণী তৈরি করতে হয়। লাভের অতিরিক্ত অর্থ যদি দাবি করা হয় তাহলে ব্যবসায়ের মূলধন ভেঙ্গে ফেলা হয় যার কারণে ভবিষ্যত কার্যক্রম ব্যাহত করতে পারে।
- আয় কিভাবে বাড়ানো এবং ব্যয় কিভাবে কমানো হবে উপযুক্ত ব্যবস্থা করা যায় বিশদ আয় বিবরণী বিভিন্ন আয় ও ব্যয়ের বিশ্লেষণের মাধ্যমে।