বিশ্বের বৃহত্তম অফিস ভবন কোথায় অবস্থিত? এর বিস্তারিত বিবরণ দাও।

প্রশ্ন উত্তরCategory: সাধারণবিশ্বের বৃহত্তম অফিস ভবন কোথায় অবস্থিত? এর বিস্তারিত বিবরণ দাও।
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

২০২৩ সালে পেন্টাগনকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় ভবনের খেতাব এখন ভারতের দখলে।
বিস্তারিত বিবরণঃ ১৯৪৩ সাল থেকে এককভাবে এ রেকর্ড ধরে রেখেছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। ভারতের ‘সুরাট ডায়মন্ড বোর্স’ (SDB) পেন্টাগনের সেই আভিজাত্য ভেঙ্গে দেয়। বিশাল এ ভবনটি ৭.১ মিলিয়ন বর্গফুট ফ্লোর স্পেস ও ৩৫.৫ একর জায়গা জুড়ে অবস্থিত। অভিনব আয়তক্ষেত্রাকার কাঠামোযুক্ত ভবনটি ১৫ তলা বিশিষ্ট। রেকর্ড ব্রেকিংয়ে ভবন নির্মাণে খরচ পড়ে ৩২ বিলিয়ন রুপি (৩৮৮ মিলিয়ন ডলার)। সুরাটের আধুনিক এই বিশাল ভবনটি হীরে কাটা ও পলিশের কাজে ব্যবহার করা হবে।
 


Your Answer

9 + 0 =

error: Content is protected !!