বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণ
বৃত্তের গায়ে লেগে থাকা কোণকে বৃত্তস্থ কোণ বলে
বৃত্তের কেন্দ্রে অবস্থিত কোন কোণকে কেন্দ্রস্থ কোণ বলে।
বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ
বৃত্তস্থ কোণঃ কোনো কোণের শীর্ষবিন্দু বৃত্তের পরিধিস্থ হলে এবং কোণটির প্রত্যেক বাহুতে শীর্ষ ছাড়াও পরিধিস্থ আরেকটি বিন্দু থাকে তাকে বৃত্তস্থ কোণ বলে। বৃত্তস্ত কোণ বৃত্তে যে চাপ খন্ডিত করে কোণটি সেই চাপে দন্ডায়মান এবং তার অনুবন্ধী চাপে অন্তর্লিখিত বলা হয়।
কেন্দ্রস্থ কোণঃ কোনো কোণের শীর্ষ বিন্দু যখন কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থান করে তখন ঐ কোণ কে ঐ বৃত্তের কেন্দ্রস্থ কোণ বলে। কোণটি বৃত্তে যে চাপ খন্ডিত করে সেই চাপে দন্ডায়মান এবং সেই চাপটি সবসময় উপচাপ হয়।