ভেলোরে দর্শনীয় স্থান গুলো কি কি

প্রশ্ন উত্তরCategory: Questionsভেলোরে দর্শনীয় স্থান গুলো কি কি
Orchi asked 4 years ago

ভেলোরে দর্শনীয় স্থান গুলো কি কি  জানতে চাই ।


1 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

ভেলোর এ সাধারনত মানুষ উন্নত চিকিৎসার জন্য যায় । আর হাতে সময় থাকলে অনেকে আশপাশ একটু ভ্রমণ ও করে । তো চলুন জেনে নেই
ভেলোরে দর্শনীয় স্থান গুলো কি কি?


১। টিপু সুলতার ফোর্ট

এটি ভেলর শহরের মধ্যেই একটু দুর্গ । ১৬ শতকের দিকে টিপু শুলতান ও শ্রীলংকার শেষ রাজা শ্রী বিক্রম এই ফোর্ট এ বন্দি হয়ে ছিলো ইংরেজ দ্বারা । দুর্গটি দেখতে বেশ সুন্দর এবং ভেরতে একটি মসজিদ ও মন্দির আছে ।

vellor fort

vellor fort, ভেলোর ফোর্ট

২। শ্রী লক্ষ্মী নারায়ণি সুবর্ণ মন্দির (Golden Temple)

এটি একটি পার্কের কেন্দ্রস্থলে অবস্থিত । আর এই পার্কটিম নাম Thirupuram spiritual park , নারায়াণী হাসপাতালের পার্শেই অবস্থিত এটি । এই পার্কের ভেতরে ব্যাগ,  মোবাইল ফোন বা ক্যামেরা ও জুতা দিয়ে প্রবেশ করতে দেয়া হয়না, তবে এগুলো জমা রাখার জন্য বাহিরে ব্যবস্থা আছে ।

Your Answer

20 + 1 =

error: Content is protected !!