মানুষের তৈরিকৃত সম্পদকেই মানবসৃষ্ট সম্পদ বলা হয়। যেমন- কাগজ, প্লাস্টিক, বিদ্যুৎ, কাচ ইত্যাদি মানবসৃষ্ট সম্পদ।
মানবসৃষ্ট সম্পদঃ
মানবসৃষ্ট সম্পদও প্রকৃতি থেকে আসে। গাছপালা দিয়ে মানুষ নানারকম জিনিসপত্র তৈরি করে। ঘরবাড়ি তৈরি করতে গাছের গুরুত্ব অপরিসীম। আবার গাছ দিয়ে কাগজও তৈরি হয়। বালি কেউ তৈরি করে না।
এটিও প্রকৃতিতে পাওয়া যায়। বালি থেকেই কাচ প্রস্তুত করা হয়। কাচ দিয়ে আয়না, ডেসিন টেবিল, সোকেস ইত্যাদি মানুষের দৈনন্দিন কাজে ব্যবহৃত জিনিসপত্র তৈরি হয়। মানবসৃষ্ট সম্পদ আবার অন্য সম্পদ তৈরিতেও ব্যবহৃত হয়ে থাকে।