কোন জীবের ডিএনএ বা আরএনএ এর গঠনে কোন ধরনের পরিবর্তনই হলো মিউটেশন বা পরিব্যাক্তি। বিভিন্ন কারনে মিউটেশন হতে পারে।
যেমন: ডিএনএ রেপ্লিকেশন এর সময় ভুল সিকোয়ে ন্সিন, ডিএনএ বা আরএনএ ক্ষতিগ্রস্ত হলে, ডিএনএ বা আরএনএ এর গঠনে কোন উপাদান সংযোজন বা বিয়োজন ঘটলে ইত্যাদি কারনে মিউটেশন ঘটে থাকে।
ব্যাকটেরিয়া বা ভাইরাসের ক্ষেত্রে এ ধরনের মউটেশন কখনো উপকারী বা ক্ষতিকর হতে পারে।