আমি কেনো কম্পিটারের কিবোড মোবাইলে লাগিয়ে লেআউটে বাংলা আনতে পারি না?এটা কিভাবে করে আমাকে বলবেন প্লিজ?
মোবাইল এ বাংলা লেখার জন্য বাংলা কিবোর্ড সেট করে নিতে হয় যেমন এন্ডয়েড ফোন গুলোতে বেশ জনপ্রিয় বাংলা কিবোর্ড হল রিদমিক কি বোর্ড । এবার এটি ইন্সটল দেবার পর আপনার ফোন যদি External Keyboard সাপোর্ট করে, তাহলে যেটি লাগিয়ে চেস্টা করুন । আশা করি কাজ করবে । তবে আপনার ফোন যদি External Keyboard সাপোর্ট না করে, তাহলে তো কাজ হবেনা …