আপনি বোদহয় হৃদয় লিখতে চেয়েছিলেন । তবে কোন কিবোর্ড এ লিখতে চাচ্ছেন সেটা ও প্রশ্নে যোগ থাকলে আরো ভালো হতো । তো চলুন দেখে নেই হৃদয় কিভাবে লেখে
হ এর সাথে ঋ-কার যুক্ত করে হৃ লেখা হয় আর দয় তো সহজেই লিখতে পারনেন । আমি দুটি কিবোর্ড এ দেখাচ্ছি ।
অভ্র কিবোর্ড এ হৃদয়
অভ্র কিবোর্ড এর অনেক গুলো লে-আউট আছে, আমি নিজে ব্যবহার করি অভ্র ইজি।
তো ইজি তে Shift + C = হ এবং Z এ আসে ঋ ।
হৃ = Shift + C, Z হৃ, দ = I, য় = Shift + E
হৃদয় = Shift + C, Z, I, Shift + E
আবার অনেকেই ফনেটিক অভ্র ব্যবহার করেন ।
তাদের জন্য হৃদয় = h,rri,d,o,y
বিজয় কিবোর্ড এ রিদয় ( হৃদয় )
I, A, L, Shift + W = হৃদয়