লেপটপ কিভাবে চালু করতে হয়

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারলেপটপ কিভাবে চালু করতে হয়
dollar asked 4 years ago


1 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

সাধারন ডেক্সটপ কম্পিউটার এর মতোই ল্যাপটপ চালু করার সময়। ডেক্সটপ কম্পিউটার যেমন পাওয়ার বাটন চেপে অন করতে হয়, তেমনি লেপটপ  চালু করতে হয় লেপটপ এর পাওয়ার বাটন চেপে । তবে সাধারনত লেপটপ এ ব্যটারি থাকে বলে ডেক্সটপ এর মতো শুরুতেই পাওয়ার সংযোগ না দিয়েও চালু করা যায় যদি ব্যটারি তে পর্যাপ্ত চার্জ থাকে ।


Laptop Power Button

Laptop Power Button

Laptop ভেদে পাওয়ার বাটন টি ভিন্য ভিন্য জায়গায় হয়ে থাকে, তবে সাধারনত ডান পাশে কিবোর্ড এর উপরের অংশে থাকে । পাওয়ার বাটনে চাপার পর যদি অপারেটিং সিস্টেম দেওয়া থাকে, সেটি চালু হয়ে যাবে এবং পাসওয়ার্ড দেয়া না থাকে সরাসরি ডেক্সটপ এ চলে যাবে ।

 

Your Answer

13 + 0 =

error: Content is protected !!