লোকাল ভেরিয়েবল ও গ্লোবাল ভেরিয়েবল এর মধ্যে পার্থক্য কি?
1 Answers
লোকাল ভেরিয়েবল ও গ্লোবাল ভেরিয়েবল এর মধ্যে পার্থক্যঃ
লোকাল ভেরিয়েবল | গ্লোবাল ভেরিয়েবল |
১. কোন ফাংশনের ভিতরে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে তাকে উক্ত ফাংশনের লোকাল ভেরিয়েবল বলে। | ১. সকল ফাংশনের বাইরে প্রোগ্রামের শুরুতে ডিক্লেয়ার করা ভেরিয়েবলকে গ্লোবাল ভেরিয়েবল বলে। |
২. ভিন্ন ভিন্ন ফাংশনে একই রকমের নামের লোকাল ভেরিয়েবল থাকতে পারে। | ২. একটি মাত্র গ্লোবাল ভেরিয়েবল একটি প্রোগ্রামের মধ্যে একই নামের থাকতে পারে। |
৩. লোকাল ভেরিয়েবল কোন ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা ছাড়া অন্য কোন ফাংশনে ব্যবহার করা যায় না। | ৩. গ্লোবাল ভেরিয়েবলের কর্মকান্ড একাধিক ফাংশনের সাথে সংযুক্ত। |
৪. লোকাল ভেরিয়েবল ফাংশনের শুরুতে ডিক্লেয়ার করা হয়। | ৪. গ্লোবাল ভেরিয়েবল সাধারণত প্রোগ্রামের শুরুতে ডিক্লেয়ার করা হয়। |