Brand: Hp
Model: 14-r042TU
Operating system : Windows 7(64bit)
এই ল্যাপটপে উইন্ডোজ ৭ (৬৪বিট) সেটআপ দেওয়ার পরে কি কি ড্রাইভার ইনস্টল করতে হবে? ড্রাইভারগুলোর ডাউনলোড লিংক সহ জানালে কৃতজ্ঞ হবো।
উইনডোজ সেভেন ইন্সটল দেবার পর বেশ কিছু ড্রাইভার পেয়ে যায়, যেমন সাউন্ড, ডিসপ্লে , ইউএসবি ইত্যাদি ।
সবচেয়ে যেটা বেশি দরকার পড়ে সেটা হলো Wifi বা LAN Diver install. আপনার পিসিতে কি কি শুবিধা ব্যবহার করছেন । আপনি যেটা করতে পারেন সেটা হলো আর বাকি কি কি ড্রাইভার লাগবে সেগুলো ইন্সটল করে নিতে পারেন। আর সেটা করার জন্য আমাদের একটি পোস্ট আছে কিভাবে মিসিং ড্রাইভার ইন্সটল দিতে হয় যার লিংক নিচে দিয়ে দিলাম ।
অডিও ড্রাইভার WiFi Driver মিসিং ড্রাইভার ডাউনলোড বা আপডেট করার নিয়ম