সূর্য গ্রহণ কি ? ও কেন সূর্য গ্রহণ হয়

প্রশ্ন উত্তরCategory: বিজ্ঞানসূর্য গ্রহণ কি ? ও কেন সূর্য গ্রহণ হয়
Sobuj asked 6 years ago

সূর্য গ্রহণ সম্পর্কে জানতে চাি । 


1 Answers
Imran Hossain answered 6 years ago

সূর্য গ্রহণ

অনেক সময় সূর্যের সবটা কিংবা খানিকটা অংশ কিছু ক্ষণের জন্য অন্ধকার হতে দেখা যায় , তাকেই সূর্যগ্রহণ বলা হয় । সূর্য গ্রহণের সময় সূর্য থেকে কম আলো পৃথিবীতে এসে পড়ে । এক সময় মানুষ সূর্য গ্রহণ দেখতে ভয় পেত । এখন অনেকটায় কমে গেছে ।


আবার মেঘ চলতে চলতে সূর্যকে যেমন ঠেকে ফেলে আবার সরেও যায় , চাঁদও তাই করে । তবে মেঘের কোনও নিয়ম নেই কিন্তু চাঁদ একটা নিয়মের মধ্যে চলে বলে সে নিয়মীত পৃথিবীর সামনে এসে সূর্যকে আড়াল করতে পারে । অমাবর্ষার দিনেই  চাঁদ পৃথিবী  এবং সূর্যের মাঝা মাঝি অবস্থান করে বলে, অমাবর্ষার দিনেই হয়ে থাকে বলে ধরা যায় । বছরে দুই ঠেকে পাঁচ বার সূর্য গ্রহণ হয়ে থাকে, একে বলে সূর্য গ্রহণ । সূর্য গ্রহণ কখনও পৃথিবীর সব থেকে একই সময়ের মধ্যে দেখা যায় না ।

Your Answer

2 + 20 =

error: Content is protected !!