সারবিক সেট নিজেই নিজের উপসেট হতে পারে ।
ধরুন সেট A ও সেট B দুটির উপাদান একই । সেক্ষেত্রে এদুটি সেট মিলে যে সার্বিক সেট হবে , সেটির উপাদনা A অথবা B এর যে কোনটির সাথেই মিলে যাবে ।
তাই বলা যায় সারবিক সেট নিজেই তার উপসেট হতে পারে
আরো দেখুন উপসেট ও সার্বিক সেট কী?