সোশ্যাল মিডিয়ার রাজধানীঃ
বিশ্বের মধ্যে সোশ্যাল মিডিয়ার রাজধানী হিসেবে ‘সংযুক্ত আরব আমিরাত’ কে আখ্যায়িত করা হয়েছে। গত ৯ মে ২০২৩ খ্রি. তারিখে VPN সেবাদাতা প্রতিষ্ঠান প্রক্সির্যাক জানায়, সোশ্যাল মিডিয়া রাজধানীর সূচকে সংযুক্ত আরব আমিরাত ১০ এর মধ্যে ৯.৫৫ স্কোর গড়ে বিশ্বে শীর্ষ স্থানে অবস্থান করছে। দেশটির বাসিন্দারা গড়ে প্রায় ৯টি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। এছাড়া আরব আমিরাত ইন্টারনেট সম্পর্কিত বিষয়গুলোর সঙ্গে সাধারণ মানুষের সংযুক্ত থাকার বিষয়টিতেও শীর্ষে রয়েছে। পরবর্তী তালিকায় যথাক্রমে অবস্থান করছে মালয়েশিয়া ও ফিলিপাইন। দেশটিতে যত মানুষ বসবাস করেন, সেই তুলনায় ফেসবুক অ্যাকাউন্টের সংখ্যা বেশি।