স্বাভাবিক সংখ্যা(Natural Number): গণনার প্রয়োজনে বা গণনা করা থেকেই যে সকল সংখ্যার সৃৃৃৃৃষ্টি হয়েছে তাদেরকে স্বাভাবিক সংখ্যা(Natural Number) বলে।
অন্যভাবে বললে শূন্য থেকে বড় সকল ধনাত্নক পূর্ণ সংখ্যার সেটকে স্বাভাবিক সংখ্যা বলে।
স্বাভাবিক সংখ্যার সেটকে N দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যার সেট N={1,2,3……….}
আবার শূন্য সহ শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যার সেটকে অখন্ড সংখ্যা বলে। অখন্ড সংখ্যার সেট= {0,1,2,3………}