হৃদপিন্ড প্রতি মিনিটে গড় স্পন্দন কত?

প্রশ্ন উত্তরCategory: সাধারণহৃদপিন্ড প্রতি মিনিটে গড় স্পন্দন কত?
Wasif asked 6 years ago

 প্রতি মিনিটে হৃদপিন্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত বার করে থাকে।


1 Answers
Imran Hossain answered 6 years ago

 
‌হৃৎপিন্ড একটি পেশীবহুল অঙ্গ। সাধারনত যা জীব দেহের মধ্যে থাকে । এটি পৌনপৌনিক ছান্দিক সংকোচনের মাধ্যমে রক্তনালীর ভেতর দিয়ে রক্ত সারা দেহে প্রবাহিত করে। হৃৎপিন্ড প্রতি মিনিটে স্বাভাবিক ৭২ বার স্পন্দন করে থাকে ।


Your Answer

18 + 3 =

error: Content is protected !!