হোমা পাখিঃ
বিস্ময়কর পাখির নাম হোমা পাখি। হোমা পাখি একটি বিদেশী পাখি। হোমা পাখি বংশানুক্রমে সাইথ, ইস্ট এশিয়ার। হোমা পাখির ডিম থেকে বাচ্চা ফোটানোর পদ্ধতিটি একটু আলাদা ধরনের। এরা অনেক সময় ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায়, তবে বেশিরভাগ সময়ই এরা অনেক উঁচু থেকে ডিম ফেলে দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকে। এরা উঁচু থেকে ডিম ফেলে দেয় বাচ্চা নষ্ট করার জন্য নয়।
এই পাখিগুলো অনেক উঁচুতে গিয়ে উড়ন্ত অবস্থায় ডিম ফেলে দেয় এবং সেই ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা ডিম থেকে বের হয়ে উড়ে তার মায়ের কাছে প্রত্যাবর্তন করে থাকে।