Ajax এর পুর্ন রুপ হচ্ছে Asynchronous JavaScript and XML যা JavaScript এর মাধ্যমে একটি ওয়েব পেজের ক্ষুদ্র অংশের জন্য সার্ভারে রিকুয়েস্ট পাঠায় এবং রিসপন্স রিসিভ করে প্রয়োজনীয় পরিবর্তন করে । এটি বলা যেতে পারে ডেভেলপার দের স্বপ্ন পুরেনের একটি মাধ্যম যা আসলে একটি ওয়েব পেজের ছোট্ট ছোট্ট অংশ নিয়ে নিয়ে কাজ করে ।
আমরা যে প্রতিনিয়ত ফেসবুকে চ্যাট কমেন্ট কিংবা পোষ্ট করি, সেখানে ছোট্ট পরিশবে Ajax Method ব্যবহার করে আমাদের ডাটাগুলো আদান প্রদান করা হয় । আবার ধরুন ওয়েবে কেনা কাটা করার সময় আমরা কোন কোন প্রডাক্ট সিলেক্ট করছি এবং কতটি,সেটিও অ্যাজাক্স দিয়ে কার যায়।
আবার জিমেইল কিংবা অন্য মেইল ক্লায়েন্ট গুলো ও দেখবেন যে মেইল পাঠানোর জন্য পুরো পেজ রিলোড না করেই মেইর পাঠায় এবং পাঠানো শেষে মেসেজ দেয় যে পৌছে গেছে …
1 Answers
Your Answer
Ajax JavaScript ও PHP কে একসাথে নিয়ে কাজ করে । পুরা পেজ লোড না করে ajax দিয়ে একটা ওয়েব সাইটের ছোট্ট একটা অংশ পরিবর্তন করা যায় শর্ত সাপেক্ষে ।