c drive এ কতখানি জায়গা ফাঁকা রেখে উইন্ডোজ সেটআপ দিতে হয়?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারc drive এ কতখানি জায়গা ফাঁকা রেখে উইন্ডোজ সেটআপ দিতে হয়?
Faruk asked 7 years ago

সি ড্রাইভ এর এই বিষয়টা বলবেন কি?


1 Answers
Md Shariar Sarkar Staff answered 7 years ago

c drive এ কতখানি জায়গা ফাঁকা রেখে উইন্ডোজ সেটআপ সেটা নির্ভর করছে আপনি কোন কোন ধরনের সফটওয়ার ব্যবহার করবেন তার উপরে অনেক খানি । যেমন ধরুন যে আপনার মেশিন হাই কনফিগারেশন এর এবং আপনি ভিডিও গ্রাফিক্স এর বড়ো বড়ো এপ গুলো নিয়ে কাজ করবেন, তাহলে রিকমেন্ড করবো কমপক্ষে 100 GB Space C Drive এ রাখুন ।
আবার যদি ছোট খাটো প্রগ্রাম  পাশাপাশি অফিস প্রগ্রাম চালান, তাহলে C Drive এ 40 – 50 GB Space হলেও চলবে । 
সি ড্রাইভ এ অপারেটিং শুধু সিস্টেমের জন্যই 30 GB যায়গা রাখা দরকার ।
তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি । নির্ভর করছে আপনার কাজের ধরনের উপর…


Your Answer

19 + 16 =

error: Content is protected !!