Computer run tools বের করার উপায়

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারComputer run tools বের করার উপায়
dollar asked 4 years ago

কিভাবে computer run tools বের করার? computer run tool বের করার উপায় বলে দেন । 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

আপনার কম্পিউটার এর অপারেটিং সিস্টেম এবং এটির ভার্সন কত সেটা জানালে ভালো হতো । ধরে নিলাম আপনি উইন্ডোজ ১০ ব্যবহার করছেন এবং রান প্রগ্রাম টি বের করতে পারছেন না । তো চলুন সেটা কিভাবে বের করে দেখে নেয়া যাক ।


Windows 10 এ Start Menu তে ক্লিক করে সরাসরি টাইপ করুন RUN , দেখবেন RUN App টি চলে আসবে এবং সেটি ওপেন করে নিলেই হলো । কিন্তু যদি এভাবে না আসে তাহলে নিচের ধাপ গুলো ব্যবহার করুন ।

Start Menu তে ক্লিক করার পর Windows System এ ক্লিক করে Run এ ক্লিক করুন । দেখুন নিচের ছবিটির মতো । আশা করি পেয়ে যাবেন ।

Your Answer

2 + 15 =

error: Content is protected !!